বৃহস্পতিবার, ২২ মার্চ, ২০১৮

যৌথ আয়োজন

এ রাতের স্বপ্নেরা এলোমেলো,
এ পথ ঢেকে দেয় ধূসর ধুলো।
কংক্রিট শহর জুড়ে
নেমে আসে অসময়ের ঘুম।
ব্যথার আঁচড় কাটে বুকে,
ভেস্তে যাওয়া তোমার আমার
যৌথ আয়োজন।।

জোনাকিরা ভুলেই গেছে,
একান্ত আমাদের হতে।
কাটাকুটি খেলার, কাটছে জীবন
কষ্টের ইমারতে।
একলা আমার শহর জুড়ে
আসে এ কোন ফাগুন!
ব্যথার আঁচড় কাটে বুকে,
ভেস্তে যাওয়া তোমার আমার
যৌথ আয়োজন।।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন