মঙ্গলবার, ২২ জুলাই, ২০১৪

যেওনা রোদবালক


রোদবালক….
এই যে চেয়ে দ্যাখো,
তোমার মেঘবালিকা এখনো তোমারই আছে
শিশির ভেজা ঘাসের স্নিগ্ধ গালিচায়
বিমূঢ় হয়ে এখনো 
তোমারই প্রতীক্ষায় বসে আছে।

তুমি চেয়ে দ্যাখো,
আর দুহাত বাড়িয়ে কাছে টেনে নাও
করে নাও শত জনমের আপন।
দোহাই তোমার...
অভিমানের মেঘ নিয়ে অমন করে
চলে যেওনা রোদবালক।।

রবিবার, ২০ জুলাই, ২০১৪

মৃত্যুর ওপার থেকে বলছি

আমি....মৃত্যুর ওপার থেকে বলছি,
এখানে তীব্র অন্ধকার।
বাতাসে লাশের গন্ধ আর হাহাকার          
এতটুকু প্রাণ ভরে নিঃশ্বাস নেবার উপায় নেই!
তবুও দিনগুলো পার করছি তুমুল অনিচ্ছায়

এখানে এসে অনেক পরিচিত
আর প্রিয় মুখগুলোকেও দেখতে পেলাম!
যাদের অনেকদিন আগেই
হারিয়ে ফেলেছি ইহলোক থেকে।

মাঝে মাঝে সবাই মিলে গল্পের আসর জমাই
এটা সেটা গল্পে কেটে যায় অনেকটা সময়।
তবে ইহলোকের মতো গল্পের আসরে আর
চায়ের তেষ্টা পায় না,
প্রয়োজন পড়ে না আহার কিনবা নিদ্রারও।
কারন, চিরনিদ্রায় তো শায়িত আছে
সুসজ্জিত দেহটাই।
আত্মার আর নিদ্রার কী বা প্রয়োজন!

এখানে নেই কোনো ধনী-গরীবের ব্যবধান
নেই কোনো বড়লোকি চালচলন
এখানে জীবনটা খুবই সাদামাটা,
একেবারেই রঙহীন!

এখানে নেই কোনো হিংসা-বিদ্বে অথবা হানাহানি
নেই অর্থ উপার্জনের লক্ষ্যে দিন-রাত ব্যস্ততা
এখানে নেই কারো জন্যে অপেক্ষা!
নেই পাওয়া না পাওয়ার অভিযোগ।
এখানে অপেক্ষা শুধুই মুক্তির,
তীব্র অন্ধকার থেকে মুক্তির....।

শুক্রবার, ৪ জুলাই, ২০১৪

তুমি আছো তাই

তুমি আছো তাই রোদ্দুর ছেড়ে
বৃষ্টির গান গাই,
তুমি আছো তাই ঘুমের ঘোরে 
স্বপ্ন দেখে যাই।
তুমি আছো তাই গভীর রাতে
জোছনা নেমে আসে,
তুমি আছো তাই সূর্য আজো
দিনকে ভালোবাসে।।

তুমি আছো তাই শরতের মেঘ 
উড়ে যায় আকাশে,
তুমি আছো তাই রোদ ঝরে পড়ে
শিশির ভেজা ঘাসে।
এতো আয়োজন তোমার জন্য
কেন তুমি বোঝনা?
নিজের কাছে নিজের মন আর
পাবে না, খুঁজো না।।

তুমি আছো তাই রঙ যে ছড়ায়
কৃষ্ণচূড়ার ডালে,
তুমি আছো তাই কষ্ট হারায় 
সাগর জলের নীলে।
চেয়ে দেখো না হাওয়ার চাদরে
মন যেন আজ দোলে!
দূরে কোথাও যেওনা তুমি
ভুল করে, পথ ভুলে।।

বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০১৪

কত ভালোবাসি

তোমার আমার প্রেমের নায়ে আমি হবো নাইয়া,
উজান গাঙ্গে বৈঠা হাতে তরী যাবো বাইয়া।
স্বপ্নলোকের বিরান চরে প্রেমের নাও ভিড়াইয়া,
তোমায় নিয়া যাবো আমি যাবো গো হারাইয়া।।

যতন কইরা রাখবো তোমায়  রাখবো আমার মনে,
একটি দুটি প্রেমের কথা কইব তোমার সনে।
জীবনটা এক ছোট্ট তরী তুমি হইও মাঝি,
তোমার লাগি নীল শাড়িতে থাকবো আমি সাজি।
কেমন কইরা বোঝাই তোমায় কত ভালোবাসি!
তুমি আমার দুঃখ রাতে সুখে ভরা হাসি।।

তোমার জন্য বারে বারে মন বিবাগী হয়,
ভালোবাসা ছাড়া এতো অন্য কিছু নয়।
এক ফালি চাঁদ হইও তুমি চন্দ্র হারা রাতে,
আকাশপানে উইড়া যাবো বন্ধু তোমার সাথে।
কেমন কইরা বোঝাই তোমায় কত ভালোবাসি!
তুমি আমার দুঃখ রাতে সুখে ভরা হাসি।।

বুধবার, ২ জুলাই, ২০১৪

স্বপ্নের বেলাভূমি

এমনই একটা আকাশ আমি চেয়েছিলাম।
যেখানে শ্রাবণের কালো মেঘ খেলা করবে

অঝোর বৃষ্টি ধারার সাথে।
তুমি আর আমি

হাতে হাত রেখে ভিজবো।
যেখানে থাকবে না কোনো নিয়মের বাঁধা!
থাকবে শুধু আমাদের দেখা এক মুঠো স্বপ্ন,
আর অনেকখানি ভালোবাসা।
যে ভালোবাসায় ভর করে
তুমি, আমি, আমরা দুজন
সুখের নিড় গড়বো স্বপ্নের বেলাভূমিতে।