সোমবার, ৫ অক্টোবর, ২০১৫

তুমি শুনছো!


জানো? আজকাল তোমার ভালোবাসায়
বন্দী হতে ইচ্ছে করে খুব!
তাই ঠিক করেছি একদিন কোজাগরী চন্দ্রবিভায়
মেঘের ভেলায় ভেসে তোমার কাছে যাবো
কতদিন তোমায় দেখি না!

ভীষণ ইচ্ছে করে,
কোন একদিন ধবল জ্যোৎস্নায় ভেসে যাওয়া
ঘুমন্ত লোকালয়ে বসে সারারাত গল্প করবো
আগে যেমন করতাম!

অতীতের সকল অভিমানগুলোকে তুমুল অযত্নে
ধূলো জমা সেলফের এক কোণে তুলে রেখেছি।
তাই আবারও একদিন মায়াবতী দিঘির পাড়ে
নিভৃতে বসে তোমায় কবিতা শোনাবো,
শোনাবো আমার নির্বাসিত মনের গল্প
অনিরুদ্ধ, তুমি শুনছো!

1 টি মন্তব্য:

  1. খুব ভাল লাগল কবিতাটি। কবিতায় অনিরুদ্ধ নাম যথাযুক্তভাবে ব্যবহৃত হয়েছে। আসলেই অনিরুদ্ধ চলে গেলে। তাকে আবার ফিরিয়ে আনা যাবে কি!?

    উত্তরমুছুন