সোমবার, ২২ ডিসেম্বর, ২০১৪

বেহিসেবী ভালোবাসা


বড্ড বেহিসেবী আমি,
তাই তোমায় উজার করে দিয়েছি ভালোবাসা।
তুমি মন ভরে নিয়েছ কিছুটা
বাকীটা ফেলে রেখেছ অযত্নে-অবহেলায়!
অযত্নে পড়ে থাকতে থাকতে অবশিষ্ট ভালোবাসাটুকুতে
কখন যে মরচে ধরে গেছে, তা টেরই পাইনি!
তাই এখন আমার পাগলপ্রায় মনটা
বেহিসেবী ভালোবাসার দায়ে দেউলিয়া হয়ে,
এপাড়া-ওপাড়া আর শহরের অলিতে-গলিতে
রাত-দিন ঘুরে বেড়ায় ছন্নছাড়া বেশে!

শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০১৪

পিছুটান

একদা আমার পিছুটান ছিলো, 
কারো জন্যে কিছু স্বপ্ন জমা ছিলো,
সময়ের বিবর্তনে আজ আর সেসব কিছুই নেই।
আজ শুধু আছে একরাশ মান-অভিমানের পালা,
মনের পাটাতনের নিচে জমাট বাঁধা কালো স্মৃতির
পরতে পরতে আছে উথাল-পাথাল ঢেউ। 
টেবিলের ওপর একলা পড়ে আছে ধুলো জমা কিছু চিঠি,
আর আছে রঙচটা মেঘের গল্প।

মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০১৪

দাঁড়িয়ে আছি চন্দ্রাহত হওয়ার অপেক্ষায়

কতদিন জোছনাবিলাসী হই না!
ওগো চাঁদ, তুমি ফিরে এসো… 
ফিরে এসো আবারো
নীল আকাশের গায়ে। 
সঙ্গে এনো অফুরন্ত জোছনার রুপোলী আলো।
আমি দাঁড়িয়ে আছি,
চাঁদনী রাতে চন্দ্রাহত হওয়ার অপেক্ষায়…।

কতদিন প্রেমবিলাসী হই না!
রোদবালক, তুমি ফিরে এসো…
ফিরে এসো আবারো
মেঘবালিকার হৃদয়ে।
সঙ্গে এনো অফুরন্ত ভালোবাসার উষ্ণ  স্পর্শ।
আমি দাঁড়িয়ে আছি, 
ভালোবাসার উষ্ণ স্পর্শে প্রেমাহত হওয়ার অপেক্ষায়...।

বুধবার, ১৯ নভেম্বর, ২০১৪

অভিমানী মেঘ


একরাশ অভিমানের মেঘ জমেছে মেয়েটির আকাশ জুড়ে,
তাই মেয়েটি এক পশলা বৃষ্টির অপেক্ষায়
ঠাঁয় দাঁড়িয়ে থাকে জানালার ওপাশে
য়তো তার এই অপেক্ষার অবসান ঘটিয়ে
এক সময় শীতল বৃষ্টি এসে ধূয়ে দেবে
সকল অভিমানী মেঘ!
কিন্তু অভিমানের মেঘ কেটে গেলেও
মেয়েটির আর কখনো ফেরা হবে না ছেলেটির বুকে!!                                                                                                                                 

লঞ্চডুবি

আজ মাওয়া ফেরীঘাটে,
প্রায় তিন শতাধিক যাত্রী নিয়ে
পিনাক-৬ নামক একটি লঞ্চডুবির ঘটনা ঘটেছে।
জানা যায় লঞ্চটি ধারণ ক্ষমতার অতিরিক্ত
যাত্রী বহন করছিল!!


আজ মনের ফেরীঘাটে,
অগণিত অনুভূতি নিয়ে
ভালোবাসা নামক একটি সম্পর্কডুবির ঘটনা ঘটেছে।
জানা যায় সম্পর্কটি ধারণ ক্ষমতার অতিরিক্ত
অনুভূতি বহন করছিল!!

বুধবার, ২৯ অক্টোবর, ২০১৪

জানো তো আমি এমনই

জানো তো, আমি এমনই,
তাই এখনো তোমায় পাগলের মতো ভালোবাসি!
তোমার কাছ থেকে দুঃখ পেয়ে
এখনো প্রাণ খুলে হাসি।

এখনো খুব ভোরে উঠে
তোমার প্রিয় কবিতার বই খুলে বসে থাকি,
আর পরক্ষণেই তোমার সঙ্গে কাটানো সময়ের
স্মৃতিচারণে বিভোর হয়ে যাই।


এখনো ব্যস্ত নগরীর
ব্যস্ত কোনো দুপুরে,
তোমার ভাবনাতেই নিজেকে ব্যস্ত রাখি।

আবির রাঙা গোধূলি অথবা সূর্য ডোবা সন্ধ্যায়,
এখনো তোমার গাওয়া পরিচিত গানের
সুর শুনতে পাই।

এখনো অন্ধকারে তোমার স্মৃতিগুলো খুঁজে ফিরি,
এখনো মাঝ রাতে ঘুম ভেঙে গেলে
তোমাকেই খুঁজি বারবার।

জানি! হয়তো তোমার কাছে এসব কিছু
নিতান্তই পাগলামি,
কোনো মানেই হয় না এসবের!
কিন্তু জানো তো, আমি এমনই!
আমি এমনই!!