সোমবার, ১৯ ফেব্রুয়ারী, ২০১৮

প্রশ্ন

যদি সময়ের হাত ধরে, প্রিয় গল্পের আবদারে
হঠাৎ কোনদিন এসে বলি
এখনো ভালোবাসি
তবে কি বিশ্বাস করবে তুমি?
নাকি চেনা অভিমানে দূরে সরে যাবার বাহানায়,
বলবে
এভাবেই কত রাতের দেখা স্বপ্নগুলো
বিলীন হয়ে গেছে ভোরের আলোয়
কখনো তার হিসেব রাখা হয় নি অংকের খাতায়

যদি বাঁধনহারা ইচ্ছেগুলোকে প্রশ্রয় দিয়ে
আবার কোনদিন এসে বলি
তোমায় নিয়ে একটা কবিতা লিখেছি
তবে কি সেই কবিতা পড়তে চাইবে তুমি?
নাকি ঠোঁটের কোণে এক চিলতে হাসির ফোয়ারা তুলে,
বলবে
এভাবেই রোজ কত কবিতার শবদেহ
পড়ে থাকে শহরতলির রাজপথে!
কখনো তার ঠাঁই পাওয়া হয় না খবরের শিরোনামে।

বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী, ২০১৮

গল্পটা এখানেই শেষ হতে পারতো

গল্পটা এখানেই শেষ হতে পারতো!
অনির্বাণ সবুজে নিরন্তর কলেজ ক্যাম্পাস।
তুমি, আমি আর ধোঁয়া ওঠা দুকাপ চা
তারপর
গল্পের ছলে তোমার চোখে চোখ রেখে,
বেখেয়ালী মনে অনেকটা সময় কাটিয়ে দেয়া।

গল্পটা এখানেই শেষ হতে পারতো!
আবছা নীলে ঢাকা শেষ বিকেলের আকাশ
তুমি, আমি আর হুড খোলা রিকশা।
তারপর...
তীব্র জ্যাম বাঁধা রাস্তায় পাশাপাশি বসে,
আনমনা হয়ে কিছুটা সময় পার করা।

গল্পটা এখানেই শেষ হতে পারতো!
মায়াবতী দিঘির জলে রুপোলী চাঁদের ছায়া
তুমি, আমি আর ছোট্ট ডিঙি নাউ
তারপর...
ভালোবাসার উষ্ণতায় তোমার কোলে মাথা রেখে,
ইচ্ছাকৃত সারাটা জীবন কাটিয়ে দেয়া।
গল্পটা এখানেই শেষ হতে পারতো!