বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০১৫

তুমি রবে নীরবে


যে আমায় বরষা চেনালো এমনও শ্রাবণ বেলায়,
কেমন করে থাকি নীরব, তাঁহার যাবার বেলায়
পবন বেগে উদাসী মন মুখর বাদর দিনে,
বলাকার ওই পথের মাঝেই, নিয়েছি তাঁহারে চিনে

রোদন ভরা বসন্ত দিন তাঁর কবিতায় আসে,
আনমনা দিক্ বালিকার, মেঘের ভেলা ভাসে।
এসেছি তাই নীপবনে ছায়াবীথি তলে,
তুমিও সেথায় এসো কবি, এসো সময় হলে।

ছিন্ন পাতার তরণী সাজায়ে একা একা করো খেলা,
আকাশকুসুম চয়নে চয়নে, কাটে বিরহের বেলা।
হিয়ার মাঝে লুকিয়ে আছো কেহ জানিতে না পায়,
তুমি রবে নীরবে মোর শেষের কবিতায়।