মঙ্গলবার, ২৪ এপ্রিল, ২০১৮

মাধ্যাকর্ষণ

অরুণিমা বিকেলের গল্প ছুঁয়ে
জমে আমার দু'চোখে অভিমান,
রাতের আকাশ থেকে খসে পড়া তারা
কেড়ে নেয় প্রিয় স্মৃতির ঘ্রাণ।
তুমিও তো সেই খসে পড়া
তারাদেরই একজন!
বাঁধন ছিঁড়ে তোমায় টানে
অন্য পৃথিবীর মাধ্যাকর্ষণ!

ঘুম পালানো রাত্রিতে ছিলো
কথা জমানোর কথা,
খুব যতনে, সঙ্গোপনে সেথায়
ছুঁয়ে দেয় নীরবতা।
ভাবনা বিচ্যুতির দৃশ্যটা ক্যানভাসে
এঁকে দেয় কেউ তখন!
তুমিও তো সেই খসে পড়া
তারাদেরই একজন!
বাঁধন ছিঁড়ে তোমায় টানে
অন্য পৃথিবীর মাধ্যাকর্ষণ!

শুক্রবার, ১৩ এপ্রিল, ২০১৮

শোনো

শোনো,
দুঃখবিলাসী এক হৃদয়ের গল্প শোনো
বদলে যাওয়ার সূত্র চোখে আঁকা,
অনুশোচনার মানে নেই কোনো!

শোনো,
শূন্য জলের গ্লাসের শব্দ,
রোষানলে কাঁপছে চিবুক
হাত ফসকে হারিয়ে যাওয়া, সন্ধ্যেরা আজ
ব্যথার অনলে পুড়ুক
উড়ে যাও তুমি
থাকবে না হৃদয়ের পিছুটান, জেনো!
বদলে যাওয়ার সূত্র চোখে আঁকা,
অনুশোচনার মানে নেই কোনো!

শোনো,
ভুল নিয়মের অংকে ভরা, আজ
জীবনের অধ্যায়।
আবছায়া রাত জেগে থাকে, ভাবনাগুলো
অচেনা বিষণ্ণতায়।
দূরে যাও তুমি
একদিন এভাবেই দেয়ালচিত্র হবে পুরোনো!
বদলে যাওয়ার সূত্র চোখে আঁকা,
অনুশোচনার মানে নেই কোনো!