বুধবার, ৮ জুলাই, ২০১৫

নিমন্ত্রণ


মেঘের দাওয়ায় বসে আমি মেঘের ছবি আঁকি,
তোমার জন্য সূর্যটারে আড়াল করে রাখি।
বৃষ্টি যখন আসবে নেমে মেঘলা হবে ক্ষণ,
বৃষ্টিতে মন ভিজিও তুমি তোমার নিমন্ত্রণ।।

ফুটবে কদম গাছে গাছে আসবে তুমি যেই,
তোমার পথে থাকবে চেয়ে উদাসী মন এই।
আষাঢ় শ্রাবণ তোমায় দিলাম, আর কি প্রয়োজন?
বৃষ্টিতে মন ভিজিও তুমি তোমার নিমন্ত্রণ।।

ভিজবে তুমি ভিজবো আমি ভিজবে চারিদিক,
মান-অভিমান সবটুকু আজ বৃষ্টি কেড়ে নিক।
রংধনুটা তোমায় দিলাম, আর কি প্রয়োজন?
বৃষ্টিতে মন ভিজিও তুমি তোমার নিমন্ত্রণ।।