শনিবার, ২৮ জুলাই, ২০১৮

আজ কোন কবিতা নেই

চাঁদের জোছনা চুরি গেছে আজ!
বিষন্ন হাওয়ায় ভেসে আসা,
সন্ন্যাসী চাঁদের আর্তনাদের শব্দ শুনে,
ঘুম ঘুম চোখে কেটে যাবে
এমন গ্রহণ লাগা শাওনের রাত।

চন্দ্রাহত আমি শব্দগুলো ছুঁড়ে ফেলে,
হৃদয়ক্ষরণের তীব্রতা নিয়ে
ফিরে যাবো বাড়ি, ভোরের আগেই।
প্রাপকের ঘর শূন্য পড়ে রবে
চেনা অভ্যস্ততা খুঁজে পাইনি বলে।

লেখার খাতার প্রিয় পৃষ্ঠাগুলো
তুমুল টানাপোড়েনের সংসারে,
আজ ভালোবাসা খুঁজে নেবে,
রাস্তায় পড়ে থাকা ঝালমুড়ির ঠোঙায়!
হয়তো তার চোখেই পড়বে না!
চোখের কাজলে লিখে রাখা কথাগুলো...
আজ কোন কবিতা নেই,
তাই, নীরবতাই হোক কথা বিনিময়ের ভাষা!

শুক্রবার, ২০ জুলাই, ২০১৮

আকাশগঙ্গার অপেক্ষায়

তোমার রুপোলী রোদ্দুর আজ সূর্য ধোয়া যেন!
ছুঁলেই, অনুযোগের তীব্রতায় পুড়ে ছাই।
উত্তরের জানালা গলে দূর থেকে,
হাওয়ায় ভেসে আসে স্বপ্ন পোড়ার ধোঁয়াটে গন্ধ!
যেন কিছুকাল আগেই মৃত্যু হওয়া
সুখ স্বপ্নের, শেষকৃত্য সম্পন্ন করে গেছে সাঁড়াশি আঙুল।
বেলা বাড়ে...।
শূন্যতায় অসাড় হয়ে আসা এই আমার
বাড়ি ফেরা হয় না, কারো শিরোনামে।
নুন আনতে পান্তা ফুরোনোর গল্পগুলো তাই,
বেমালুম তুলে রাখি, আকাশগঙ্গার অপেক্ষায়।

মঙ্গলবার, ১৭ জুলাই, ২০১৮

যদি ফেরাতে না চাও

যদি ফেরাতে না চাও,
তবে সীমানা এঁকে রেখে যেও।
একদিন...
'সর্বসাধারণের প্রবেশ নিষেধ' বাক্যে
ঠিকই অভ্যস্ত হয়ে যাবো।

হাতবদল

উড়ে যাওয়া শালিকের ডানায় ভর করে,
আবার যদি কোনদিন সকাল আসে।
কাঁচপোকাদের কাছে জমিয়ে রাখা
কথাগুলো ফেরত চাইবো সেদিন।
অতন্দ্রিলা রাত্রির কাছ থেকে
চেয়ে নেবো কিছুটা সময়।
জোনাকির নরম আলোয়,
পাল্টে যাওয়া সময়ের হাতবদল হবে সেদিন!

সোমবার, ৯ জুলাই, ২০১৮

হ্যামিলনের বাঁশিওয়ালা

একদিন হ্যামিলনের বাঁশিওয়ালা হয়ে,
তোমার শহরে ধরা দেবো।
মোহময় বাঁশির সুরে
নিংড়ে নেবো হৃদয়ের সবটুকু দুঃখ।
তারপর তোমার কাছে চেয়ে বসবো হৃদয়টুকু।
তুমি দিতে অস্বীকৃতি জানাতেই,
ফের মাতাল করা সুরে,
ও হৃদয়ের, এক আরণ্যক ভালোবাসা লুণ্ঠন করে
উধাও হবো অচিনপুরের পথে।
ভালোবাসাহীন একাকীত্বে ছেয়ে যাওয়া হৃদয়ের সাথে,
তীব্র বোঝাপড়ায় ব্যস্ত থাকবে তুমি সেদিন!

শুক্রবার, ৬ জুলাই, ২০১৮

সে কী তুমি

নিয়ন আলোর এই রাজপথে,
জোনাকিরাও আজ দাবী তোলে
তোমাকে চাই, তোমাকে চাই।
হৃদয় সীমান্তের পথ ধরে,
নিখোঁজ হওয়ার বার্তা হঠাৎ
কে পাঠালো আমায়!
শূন্যতা ঢেকে প্রাপ্তির জলে
কে ভেজালো স্বপ্নভূমি?
সে কী তুমি?
একান্তই আমার সম্ভাব্য তুমি।