বুধবার, ২৯ অক্টোবর, ২০১৪

জানো তো আমি এমনই

জানো তো, আমি এমনই,
তাই এখনো তোমায় পাগলের মতো ভালোবাসি!
তোমার কাছ থেকে দুঃখ পেয়ে
এখনো প্রাণ খুলে হাসি।

এখনো খুব ভোরে উঠে
তোমার প্রিয় কবিতার বই খুলে বসে থাকি,
আর পরক্ষণেই তোমার সঙ্গে কাটানো সময়ের
স্মৃতিচারণে বিভোর হয়ে যাই।


এখনো ব্যস্ত নগরীর
ব্যস্ত কোনো দুপুরে,
তোমার ভাবনাতেই নিজেকে ব্যস্ত রাখি।

আবির রাঙা গোধূলি অথবা সূর্য ডোবা সন্ধ্যায়,
এখনো তোমার গাওয়া পরিচিত গানের
সুর শুনতে পাই।

এখনো অন্ধকারে তোমার স্মৃতিগুলো খুঁজে ফিরি,
এখনো মাঝ রাতে ঘুম ভেঙে গেলে
তোমাকেই খুঁজি বারবার।

জানি! হয়তো তোমার কাছে এসব কিছু
নিতান্তই পাগলামি,
কোনো মানেই হয় না এসবের!
কিন্তু জানো তো, আমি এমনই!
আমি এমনই!!

সোমবার, ২৭ অক্টোবর, ২০১৪

স্বপ্নের অপমৃত্যু

আমার স্বপ্নেরা আত্মহত্যা করেনি,
তাদেরকে খুন করা হয়েছে!
তোমার মনের শহরে বসবাস করা
অবিশ্বাস নামক কিছু সন্ত্রাসী মিলে,
আমার স্বপ্নদের খুন করেছে!
স্পষ্ট মনে আছে আমার সেই দিনটির কথা!
যেদিন তোমার মন শহরের অলিতে-গলিতে 
বসবাস করা অবিশ্বাস নামক সন্ত্রাসীদের হাতে
নির্মম ভাবে খুন হয়েছিলো আমার স্বপ্নেরা।
সে ছিলো এক মর্মাহত রাত।
সেই রাতে ল্যাম্পপোষ্টের নিয়ন আলোয়
‘অবিশ্বাস’ সন্ত্রাসীদের নির্মম আঘাতে,
আমার স্বপ্নদের রক্তাত্ত নিথর দেহ মাটিতে
লুটিয়ে পড়তে দেখেছি আমি।
মৃত্যুর পূর্বাব্দি বাঁচার জন্যে তাদের সে কী আর্তচিৎকার।
সেই আর্তচিৎকার এখনো আমার কানে বেজে ওঠে!

রবিবার, ১৯ অক্টোবর, ২০১৪

তোর ভাবনায় রাখিস

তোর ভাবনায় রাখিস আমায় 
তোর ঠিকানা জুড়ে, 
একটা সুখের বসত গড়িস  
তোর হৃদয়পুরে। 

ঘুরতে আমি আসবো সেথায়  
অপেক্ষাতে থাকিস, 
অচেনা হলে হৃদয়পথ 
ইশারাতে ডাকিস। 

পড়শি হয়ে করবো বসত  
মনের আশেপাশে, 
স্বপ্নগুলো করবো রঙিন 
আনন্দ উল্লাসে। 

আলোর বৃষ্টি ঝড়াবো রোজ  
তোর মনেরই ঘরে, 
তোর ভাবনায় রাখিস আমায় 
সবার অগোচরে।