বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী, ২০১৮

মৃত্যুর প্রহর গুনছি

আমার ভালোবাসা জুড়ে বাসা বেঁধেছে লিউকেমিয়া!
ভালোবাসার রক্তে অবিশ্বাসের শ্বেত কণিকাগুলো
অনিয়ন্ত্রিত ভাবে বৃদ্ধি পেয়েছে!
তোমার জন্যে থাকা অনুভবের অস্তিত্বগুলো
আজ মরণের পথে দাঁড়িয়ে চিৎকার করে বলে
মৃত্যুর প্রহর গুনছি।
তবুও আমি আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি ভালোবাসাকে বাঁচানোর।
কেমোথেরাপী, রেডিয়েশন থেরাপী অথবা স্টেম সেল
কিছুই বাদ যায়নি!
কিন্তু শেষ পর্যন্ত সব চেষ্টাকে ব্যর্থ করে দিয়ে
প্রেম নামক ডাক্তাররা বলেই দিয়েছে,
আয়ু বড়জোর তিনমাস!



বুধবার, ১৭ জানুয়ারী, ২০১৮

স্বপ্ন সিঁড়ি মেয়ে

কোনো এক সবুজ গাঁয়ের চঞ্চলা এক মেয়ে,
নিঝুম রাতে ক্লান্ত চোখে স্বপ্ন সিঁড়ি বেয়ে।
চললো ছুটে অচিন পথে ফুল পাখিদের নিয়ে,
কাঠবেড়ালির সঙ্গে দিলো পুতুল সোনার বিয়ে
হাজার হাজার পাখি এলো বিয়ের নিমন্ত্রণে,
গান শুনিয়ে প্রাণ জুড়ালো কোকিল পরক্ষণে।
সেই আসরে সবুজ টিয়া দেখালো তার নাচ,
একে ওকে প্রশ্ন করাই শেয়াল মামার কাজ!
টিকটিকিরা মিলে সবাই ধরলো জারি গান,
আবার যেন সেই আসরে ফিরলো গানের প্রাণ।
ফুলগুলো সব এলো চুলে দুললো হাওয়ার দোলে,
মুচকি হেসে মুখ লুকালো ফড়িং ঘাসের কোলে।
স্বপ্ন খেয়ায় ধীরে ধীরে হারালো সেই রাত,
প্রজাপতির পাখায় চড়ে ফিরেছে প্রভাত।
চঞ্চলা সেই মেয়ে তখন ভোরের পাখির ডাকে,
এক নিমিষেই ফিরে এলো স্বপ্নের দেশ থেকে।