সোমবার, ২৬ জানুয়ারী, ২০১৫

চিঠি

একটা চিঠি আমার এ মন
উপরে মোড়ানো হলুদ খাম,
প্রাপকের ঠিকানায় যতন করে
লিখেছি শুধু তোমারই নাম।
এরপর ভালোবাসার ডাকবাক্সে 
খুব যতনে ফেলে রাখা,
ফিরতি চিঠির অপেক্ষাতে 
আমার আনমনে বসে থাকা।

বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০১৫

অভিমান ২


অভিমানগুলো যদি মেঘ হয়, 
তবে ভেবো না একটুখানি বৃষ্টি হলেই
আকাশ স্বচ্ছ হয়ে যাবে।
আর আমি ফিরে যাবো তোমার স্মৃতির টানে...
অপেক্ষায় থেকো না রোদবালক,
কোন লাভ নেই তাই তাতে।
খামোখা মিথ্যে স্বপ্নের জাল বুনো না।
যতখানি এগিয়েছ,
ফিরে যাও তার থেকে দ্বিগুণ দূরত্বে,
ফিরে যাও রোদবালক, ফিরে যাও

মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০১৫

অভিমান ১


অভিমান কোরো না মৃন্ময়... 
তোমার জন্য স্বপ্নীল হৃদয়ের সপ্ত দুয়ার রেখেছি খুলে,
তুমি এসো, রোদ পালানো কোনো এক বিকেলে
স্বপ্নের বেলাভূমিতে দাঁড়িয়ে আমি তোমার অপেক্ষায়
একেকটি মহাকাল পা করে চলেছি, তুমি আসবে বলে। 
গোধূলীর বিকেলটাও রক্তিম সাজে সেজেছে,
কৃষ্ণচূড়া ডালেও বসন্তের ছোঁয়া। 
রংধনুটা আকাশের বুক থেকে উঁকি দিচ্ছে,
তোমায় দেখবে বলে
তুমি এসো, রোদ পালানো কোনো এক বিকেলে

শনিবার, ১০ জানুয়ারী, ২০১৫

কেবল তোরেই খোঁজে


আমার চায়ের কাপে শুরু হওয়া শুভ্র সকালবেলা,
ভেজা শিশিরের মাঝে, কেবল তোরেই খোঁজে
আমার ক্লান্তির স্বাদে ভরে যাওয়া অলস দুপুরবেলা,
তেজস্বি রোদ্দুরের মাঝে, কেবল তোরেই খোঁজে
আমার একাকীত্বের ভিড় জমানো পড়ন্ত বিকেলবেলা,
রক্তিম আভার মাঝে, কেবল তোরেই খোঁজে।
আমার ঘুম জড়ানো জেগে থাকা আঁধার রাতিবেলা,
নিস্তব্ধ নীরবতার মাঝে, কেবল তোরেই খোঁজে।

শনিবার, ৩ জানুয়ারী, ২০১৫

এই শহরে আছো তুমি

এই শহরে আছো তুমি কোনো এক পাড়ায়,
তোমার কারনে স্বপ্নমিছিল দুয়ারে থমকে দাঁড়ায়
শ্লোগানে শ্লোগানে মুখরিত আজ প্রেমের নগরী,
অবিরাম তোমাকেই খুঁজে যায় রাতের প্রহরী

তুমি নেই তাই ভালোবাসারা নেমেছে রাজপথে,
একটাই দাবি আর কিছু নয় চাইছি ও মন পেতে
তোমার বিহনে উত্তাল মন তুমি কি তা জানো?
হরতাল অবরোধ চলবে দাবি যদি না মানো!

মনের আশা ভেঙে চুরে সব হয়েছে চুরমার,
বিপ্লবী মন আগুনে পুড়ে হয়েছে ছারখার।
তোমার বিহনে উত্তাল মন তুমি কি তা জানো?
হরতাল অবরোধ চলবে দাবি যদি না মানো!