সোমবার, ৫ অক্টোবর, ২০১৫

তুমি শুনছো!


জানো? আজকাল তোমার ভালোবাসায়
বন্দী হতে ইচ্ছে করে খুব!
তাই ঠিক করেছি একদিন কোজাগরী চন্দ্রবিভায়
মেঘের ভেলায় ভেসে তোমার কাছে যাবো
কতদিন তোমায় দেখি না!

ভীষণ ইচ্ছে করে,
কোন একদিন ধবল জ্যোৎস্নায় ভেসে যাওয়া
ঘুমন্ত লোকালয়ে বসে সারারাত গল্প করবো
আগে যেমন করতাম!

অতীতের সকল অভিমানগুলোকে তুমুল অযত্নে
ধূলো জমা সেলফের এক কোণে তুলে রেখেছি।
তাই আবারও একদিন মায়াবতী দিঘির পাড়ে
নিভৃতে বসে তোমায় কবিতা শোনাবো,
শোনাবো আমার নির্বাসিত মনের গল্প
অনিরুদ্ধ, তুমি শুনছো!

বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০১৫

তুমি রবে নীরবে


যে আমায় বরষা চেনালো এমনও শ্রাবণ বেলায়,
কেমন করে থাকি নীরব, তাঁহার যাবার বেলায়
পবন বেগে উদাসী মন মুখর বাদর দিনে,
বলাকার ওই পথের মাঝেই, নিয়েছি তাঁহারে চিনে

রোদন ভরা বসন্ত দিন তাঁর কবিতায় আসে,
আনমনা দিক্ বালিকার, মেঘের ভেলা ভাসে।
এসেছি তাই নীপবনে ছায়াবীথি তলে,
তুমিও সেথায় এসো কবি, এসো সময় হলে।

ছিন্ন পাতার তরণী সাজায়ে একা একা করো খেলা,
আকাশকুসুম চয়নে চয়নে, কাটে বিরহের বেলা।
হিয়ার মাঝে লুকিয়ে আছো কেহ জানিতে না পায়,
তুমি রবে নীরবে মোর শেষের কবিতায়।

বুধবার, ৮ জুলাই, ২০১৫

নিমন্ত্রণ


মেঘের দাওয়ায় বসে আমি মেঘের ছবি আঁকি,
তোমার জন্য সূর্যটারে আড়াল করে রাখি।
বৃষ্টি যখন আসবে নেমে মেঘলা হবে ক্ষণ,
বৃষ্টিতে মন ভিজিও তুমি তোমার নিমন্ত্রণ।।

ফুটবে কদম গাছে গাছে আসবে তুমি যেই,
তোমার পথে থাকবে চেয়ে উদাসী মন এই।
আষাঢ় শ্রাবণ তোমায় দিলাম, আর কি প্রয়োজন?
বৃষ্টিতে মন ভিজিও তুমি তোমার নিমন্ত্রণ।।

ভিজবে তুমি ভিজবো আমি ভিজবে চারিদিক,
মান-অভিমান সবটুকু আজ বৃষ্টি কেড়ে নিক।
রংধনুটা তোমায় দিলাম, আর কি প্রয়োজন?
বৃষ্টিতে মন ভিজিও তুমি তোমার নিমন্ত্রণ।।

বৃহস্পতিবার, ১৪ মে, ২০১৫

অনুরোধ

এ হাত ছেড়ে দিও না মৃন্ময়
ধরেছ যে হাত শত জনমের লাগি
ধরে রেখো এমনি করে,
আগলে রেখো বাহু ডোরে,
ফুরায়ে যায় যদি সাধের জনম।
আসতে পারে অনেক বাধা,
হতে পারে প্রলয় কিংবা ঝড়
তুমি যেমন আছো তেমনি থেকো,
কোনদিন হয়ো নাকো পর।।

হৃদয় ছেড়ে যেওনা মৃন্ময়
রয়েছ যে হৃদয়ে শত জনমের লাগি
ছুঁয়ে থেকো এমনি করে,
রাত্রি-সান্ধ্য কিংবা ভোরে,
ফুরায়ে যায় যদি সুখের স্বপন।
আসতে পারে অনেক বাধা,
হতে পারে প্রলয় কিংবা ঝড়
তুমি যেমন আছো তেমনি থেকো,
কোনদিন হয়ো নাকো পর।।

বুধবার, ১ এপ্রিল, ২০১৫

আজ কি বৃষ্টি হবে

আজ কি বৃষ্টি হবে তুমি আসার লগনে!
আকাশটা কি অনেক দিনের জরাজীর্ণ
মেঘরঙা ধূসর চাদর ছেড়ে,
গায়ে জড়াবে আকাশী-নীল চাদর।
বহুদিন তোমার আসা-যাওয়া নেই,
মন শহরের অলিতে-গলিতে!
তাই পথের দু'ধারে ধূলোবালি জমে আছে বেশ।
বৃষ্টি এলে সেই পথটাও কি আজ মাতাল হবে বৃষ্টিস্নানে!
যদি তাই হয়,
তবে আকাশ ভেঙে নেমে আসুক,
আজ এই অসময়ে ঝুম বৃষ্টি।
পথের ধূলো মুছে দিয়ে যাক আমার শহরের

শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী, ২০১৫

কোন এক ফাগুনে


কোন এক ফাগুনে এসেছিলে তুমি,
ভালোবাসার উষ্ণ ছোঁয়া নিয়ে।
তোমায় ঘিরে স্বপ্ন বুনেছিলাম জোছনায় ভেজার।
একরাশ রঙিন স্বপ্ন, জোনাকির মতো
আমার মনের উঠোনে আলো ছড়িয়ে দিয়েছিল।
আমি সেই আলোয় আলোকিত হয়েছিলাম
তোমায় পাশে রেখে।

কোন এক ফাগুনে কৃষ্ণচূড়া গাছটা,
আগুনলাগা পরশ মেখেছিল গায়ে।
তোমায় ঘিরে ভালোলাগা সাজিয়ে ছিলাম মনের অগোচরে।
অফুরান ভালোলাগা, কোকিলের মতো
আমার মনের ডালে বসে কুহু সুরে ডেকেছিল।
আমি সেই সুরে বিভোর হয়েছিলাম
তোমায় পাশে রেখে।