মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী, ২০১৫

উপমা

- মৃন্ময়...
  চেয়ে দ্যাখো,
  চাঁদটা কী সুন্দর জোছনা বিলাচ্ছে পুরো আকাশটা জুড়ে!
- হুম...
  অনেকটা তোমার মতো।
- আমার মতো মানে?
- তোমার মতোই তো!
- সেটা আবার কি রকম?
- এই যে, আকাশ জুড়ে যতক্ষণ চাঁদটার অস্তিত্ব থাকে,
  ততক্ষণ সে বিরামহীনভাবে আকাশটাকে আলোকিত করে রাখে।
  আর আমার পৃথিবী জুড়ে যতক্ষণ তোমার অস্তিত্ব থাকে,
  ততক্ষণ তুমি বিরামহীনভাবে আমার পৃথিবীটাকে আলোকিত করে রাখো।
- তারপর?
- তারপর আর কী...
  অমানিশায় আকাশ ঘোর অন্ধকারে ডোবে
  আর তুমি বিহীন আমি ঘোর বিরহে ডুবি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন