বৃহস্পতিবার, ২২ মার্চ, ২০১৮

এই যে চেনা পথের ধুলো

এই যে চেনা পথের ধুলো তোমার কথা বলে,
এমন হাজার রাত কাটে রোজ ভাবনার দখলে।
তোমার নামে বাড়ে আমার ছোট গল্পের ঝুলি,
পরিচিত মুখ এঁকে দিয়ে যায় স্বপ্নের রঙ-তুলি।
সে মুখ আমার বুকের ভেতর বাড়ায় প্রেমের তেষ্টা,
গল্পের পথে হেঁটে চলি তাই দেখবো বলে শেষটা।।

কেউ আসে হায় এক লহমায়, ব্যবধান ভেঙে দিতে,
চেনা অবয়ব দাঁড়িয়ে থাকে রাস্তার বিপরীতে।
ফিকে কিছু ইচ্ছে অপার ফিরে আসে ঠিকানায়,
জেনো আমার স্বপ্ন শুরু, সন্ধ্যা যেখানে থেমে যায়।
স্বপ্নেই চলে তোমার মাঝে হারিয়ে যাওয়ার চেষ্টা,
ঘুমরঙে রোজ পিছু নিই তার দেখবো বলে শেষটা।।

ছুঁয়ে থাকা হাত দূরে যায় যদি, অভিমান জমে থাকে,
ছেঁড়া কাগজের কবিতারা তার ডাক নাম ধরে ডাকে।
তুমি, তুমি ঘোরে দিন কাটে, ডুবি তোমার শূন্যতায়,
কার্নিশে থাকা পুরোনো স্মৃতি, তোমারই তো গান গায়।
সেই তুমি চলে যাও, রেখে যাও স্পর্শের রেশটা,
আমিও ছুটি তোমার পথেই দেখবো বলে শেষটা।।

যৌথ আয়োজন

এ রাতের স্বপ্নেরা এলোমেলো,
এ পথ ঢেকে দেয় ধূসর ধুলো।
কংক্রিট শহর জুড়ে
নেমে আসে অসময়ের ঘুম।
ব্যথার আঁচড় কাটে বুকে,
ভেস্তে যাওয়া তোমার আমার
যৌথ আয়োজন।।

জোনাকিরা ভুলেই গেছে,
একান্ত আমাদের হতে।
কাটাকুটি খেলার, কাটছে জীবন
কষ্টের ইমারতে।
একলা আমার শহর জুড়ে
আসে এ কোন ফাগুন!
ব্যথার আঁচড় কাটে বুকে,
ভেস্তে যাওয়া তোমার আমার
যৌথ আয়োজন।।