মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০১৪

দাঁড়িয়ে আছি চন্দ্রাহত হওয়ার অপেক্ষায়

কতদিন জোছনাবিলাসী হই না!
ওগো চাঁদ, তুমি ফিরে এসো… 
ফিরে এসো আবারো
নীল আকাশের গায়ে। 
সঙ্গে এনো অফুরন্ত জোছনার রুপোলী আলো।
আমি দাঁড়িয়ে আছি,
চাঁদনী রাতে চন্দ্রাহত হওয়ার অপেক্ষায়…।

কতদিন প্রেমবিলাসী হই না!
রোদবালক, তুমি ফিরে এসো…
ফিরে এসো আবারো
মেঘবালিকার হৃদয়ে।
সঙ্গে এনো অফুরন্ত ভালোবাসার উষ্ণ  স্পর্শ।
আমি দাঁড়িয়ে আছি, 
ভালোবাসার উষ্ণ স্পর্শে প্রেমাহত হওয়ার অপেক্ষায়...।

বুধবার, ১৯ নভেম্বর, ২০১৪

অভিমানী মেঘ


একরাশ অভিমানের মেঘ জমেছে মেয়েটির আকাশ জুড়ে,
তাই মেয়েটি এক পশলা বৃষ্টির অপেক্ষায়
ঠাঁয় দাঁড়িয়ে থাকে জানালার ওপাশে
য়তো তার এই অপেক্ষার অবসান ঘটিয়ে
এক সময় শীতল বৃষ্টি এসে ধূয়ে দেবে
সকল অভিমানী মেঘ!
কিন্তু অভিমানের মেঘ কেটে গেলেও
মেয়েটির আর কখনো ফেরা হবে না ছেলেটির বুকে!!                                                                                                                                 

লঞ্চডুবি

আজ মাওয়া ফেরীঘাটে,
প্রায় তিন শতাধিক যাত্রী নিয়ে
পিনাক-৬ নামক একটি লঞ্চডুবির ঘটনা ঘটেছে।
জানা যায় লঞ্চটি ধারণ ক্ষমতার অতিরিক্ত
যাত্রী বহন করছিল!!


আজ মনের ফেরীঘাটে,
অগণিত অনুভূতি নিয়ে
ভালোবাসা নামক একটি সম্পর্কডুবির ঘটনা ঘটেছে।
জানা যায় সম্পর্কটি ধারণ ক্ষমতার অতিরিক্ত
অনুভূতি বহন করছিল!!