বৃহস্পতিবার, ১ ডিসেম্বর, ২০১৬

বন্ধুতা বেঁচে থাক

এই শহরে ল্যাম্পপোস্টের নিয়ন আলো এখনো আছে,
নেই শুধু ছাউনি ঘেরা টংয়ের সেই রং চায়ের স্বাদ।
বন্ধুত্বের আড্ডাবাজি, গান আর গিটারের টুং টাং শব্দ,
সবকিছুই আজ বিলীন হয়ে গেছে কালের গর্ভে! 
যান্ত্রিক শহরে ইট পাথরে ঘেরা জীবনের টোপে,
কর্ণফুলীর বুকে দল বেঁধে নৌকাভ্রমণ
হারিয়ে গেছে সেই কবেই!
একে একে হারিয়ে গেছে খেলার মাঠ, ওপেনটি বায়োস্কোপ,
কানামাছির দিন আর আটপৌরে জীবন।
ঝাপসা হয়ে গেছে আজ সবুজ পাতার স্মৃতি!
তবুও সবকিছু ছাপিয়ে আজও সজীব আছে বন্ধু আর বন্ধুতা
বেঁচে থাক এমনি করেই আজীবন

বৃহস্পতিবার, ১২ মে, ২০১৬

কয়েক মুহূর্ত বাঁচি

সহস্রাধিক বছর নয়!
শুধু কয়েকটি মুহূর্ত বাঁচতে চাই তোমার সাথে।
যে মুহূর্তগুলোতে ভালোলাগাগুলোকে
সাজানো যায় মনের মতো করে।
কী লাভ তুমিবিহীন সহস্রাধিক বছর বেঁচে!
তার চেয়ে বরং চলো
তোমায় নিয়ে কয়েক মুহূর্ত বাঁচি।