বৃহস্পতিবার, ১৪ মে, ২০১৫

অনুরোধ

এ হাত ছেড়ে দিও না মৃন্ময়
ধরেছ যে হাত শত জনমের লাগি
ধরে রেখো এমনি করে,
আগলে রেখো বাহু ডোরে,
ফুরায়ে যায় যদি সাধের জনম।
আসতে পারে অনেক বাধা,
হতে পারে প্রলয় কিংবা ঝড়
তুমি যেমন আছো তেমনি থেকো,
কোনদিন হয়ো নাকো পর।।

হৃদয় ছেড়ে যেওনা মৃন্ময়
রয়েছ যে হৃদয়ে শত জনমের লাগি
ছুঁয়ে থেকো এমনি করে,
রাত্রি-সান্ধ্য কিংবা ভোরে,
ফুরায়ে যায় যদি সুখের স্বপন।
আসতে পারে অনেক বাধা,
হতে পারে প্রলয় কিংবা ঝড়
তুমি যেমন আছো তেমনি থেকো,
কোনদিন হয়ো নাকো পর।।