সোমবার, ১১ ডিসেম্বর, ২০১৭

আরেকটি ভোর সাজাই

অপেক্ষার প্রহরগুলো এক সময় দীর্ঘ থেকে দীর্ঘতম হয়ে ওঠে,
ফুরিয়ে আসে সময়ের পথটাও!
আমি তবু চিরচেনা জামরুলের ঘ্রাণ পেতে
এক নিমিষে ছুটে চলে যাই সেই ঠিকানায়
যেখানে কেটে গিয়েছিল স্মৃতিমাখা শেষের দিনগুলো
মাঝ পথে নেমে আসে ঝুম বৃষ্টি
ভিজে যাই আমি,
আর সঙ্গে ভেজে মনের কোণে জমে থাকা সবটুকু অভিমান
ঠিক তখনই বারবার ফিরে যেতে মন চায় তোমাতে
বলতে ইচ্ছে করে,
অনিরুদ্ধ
চলো আরেকটি ভোর সাজাই,
অভিমানবিহীন রৌদ্রজ্জ্বল একটি ভোর

শুক্রবার, ৮ ডিসেম্বর, ২০১৭

পরের জন্মে

এই অরণ্যে যেন রূপকথা ফিরে ফিরে আসে,
আমি রোজ তাই তোমার কথা লিখি চেনা ঘাসে।
তুমি দশটায় অফিস ছোটো রোদ্দুর মেখে গায়,
পরের জন্মে আমি রোদ হবো, তোমার ঠিকানায়।

ঘড়ির কাঁটায় বয়ে চলে সময় থামবার নেই অবসর,
হাত ধরে হাঁটবার জো নেই আজ, রঙচটা এ শহর।
অকুলান পথ ধরে তাই তোমার হেঁটে যাওয়া দেখি,
পরের জন্মে আমি পথ হবো, বলো তুমি হাঁটবে কি?

স্মৃতির বেড়াজালে বন্দী হৃদয় তৃষ্ণার্ত আজ মন,
একটু একটু করে বাড়ছে বয়স অপেক্ষারও এখন।
ক্যানভাসে তুমি আঁকছো আকাশ, জোড়া শালিক পাখি
পরের জন্মে আমি রঙ হবো, বলো ছবি আঁকবে কি?