সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০১৪

কাব্য নিমন্ত্রণ


শোনো…
আবার এসো,
আঁধার রাতের বানভাসি জোছনায়।
তোমায় কবিতা শোনাবো,
অমর প্রেমের কবিতা।
সেই পুরনো পুকুর পাড়ের
শান বাঁধানো ঘাটে,
কোনো এক জ্যোৎস্নাস্নাত রাতে
আবারো দুজনে মুখোমুখি বসবো,
আর জ্যোৎস্নাবিলাসে মত্ত হবো।
সঙ্গে রবে একগুচ্ছ অমর প্রেমের কবিতা।
আমি পড়বো, তুমি শুনবে…
আমি থাকবো বসে তোমারই প্রতীক্ষায়
সেই পুরোনো পুকুর পাড়ে,
তুমি এসো,
এসো…
আঁধার রাতের বানভাসি জোছনায়,
তোমায় রইলো আমার কাব্য নিমন্ত্রণ।