সোমবার, ১৯ ফেব্রুয়ারী, ২০১৮

প্রশ্ন

যদি সময়ের হাত ধরে, প্রিয় গল্পের আবদারে
হঠাৎ কোনদিন এসে বলি
এখনো ভালোবাসি
তবে কি বিশ্বাস করবে তুমি?
নাকি চেনা অভিমানে দূরে সরে যাবার বাহানায়,
বলবে
এভাবেই কত রাতের দেখা স্বপ্নগুলো
বিলীন হয়ে গেছে ভোরের আলোয়
কখনো তার হিসেব রাখা হয় নি অংকের খাতায়

যদি বাঁধনহারা ইচ্ছেগুলোকে প্রশ্রয় দিয়ে
আবার কোনদিন এসে বলি
তোমায় নিয়ে একটা কবিতা লিখেছি
তবে কি সেই কবিতা পড়তে চাইবে তুমি?
নাকি ঠোঁটের কোণে এক চিলতে হাসির ফোয়ারা তুলে,
বলবে
এভাবেই রোজ কত কবিতার শবদেহ
পড়ে থাকে শহরতলির রাজপথে!
কখনো তার ঠাঁই পাওয়া হয় না খবরের শিরোনামে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন