বুধবার, ২৯ অক্টোবর, ২০১৪

জানো তো আমি এমনই

জানো তো, আমি এমনই,
তাই এখনো তোমায় পাগলের মতো ভালোবাসি!
তোমার কাছ থেকে দুঃখ পেয়ে
এখনো প্রাণ খুলে হাসি।

এখনো খুব ভোরে উঠে
তোমার প্রিয় কবিতার বই খুলে বসে থাকি,
আর পরক্ষণেই তোমার সঙ্গে কাটানো সময়ের
স্মৃতিচারণে বিভোর হয়ে যাই।


এখনো ব্যস্ত নগরীর
ব্যস্ত কোনো দুপুরে,
তোমার ভাবনাতেই নিজেকে ব্যস্ত রাখি।

আবির রাঙা গোধূলি অথবা সূর্য ডোবা সন্ধ্যায়,
এখনো তোমার গাওয়া পরিচিত গানের
সুর শুনতে পাই।

এখনো অন্ধকারে তোমার স্মৃতিগুলো খুঁজে ফিরি,
এখনো মাঝ রাতে ঘুম ভেঙে গেলে
তোমাকেই খুঁজি বারবার।

জানি! হয়তো তোমার কাছে এসব কিছু
নিতান্তই পাগলামি,
কোনো মানেই হয় না এসবের!
কিন্তু জানো তো, আমি এমনই!
আমি এমনই!!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন