সোমবার, ২৭ অক্টোবর, ২০১৪

স্বপ্নের অপমৃত্যু

আমার স্বপ্নেরা আত্মহত্যা করেনি,
তাদেরকে খুন করা হয়েছে!
তোমার মনের শহরে বসবাস করা
অবিশ্বাস নামক কিছু সন্ত্রাসী মিলে,
আমার স্বপ্নদের খুন করেছে!
স্পষ্ট মনে আছে আমার সেই দিনটির কথা!
যেদিন তোমার মন শহরের অলিতে-গলিতে 
বসবাস করা অবিশ্বাস নামক সন্ত্রাসীদের হাতে
নির্মম ভাবে খুন হয়েছিলো আমার স্বপ্নেরা।
সে ছিলো এক মর্মাহত রাত।
সেই রাতে ল্যাম্পপোষ্টের নিয়ন আলোয়
‘অবিশ্বাস’ সন্ত্রাসীদের নির্মম আঘাতে,
আমার স্বপ্নদের রক্তাত্ত নিথর দেহ মাটিতে
লুটিয়ে পড়তে দেখেছি আমি।
মৃত্যুর পূর্বাব্দি বাঁচার জন্যে তাদের সে কী আর্তচিৎকার।
সেই আর্তচিৎকার এখনো আমার কানে বেজে ওঠে!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন