শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০১৪

পিছুটান

একদা আমার পিছুটান ছিলো, 
কারো জন্যে কিছু স্বপ্ন জমা ছিলো,
সময়ের বিবর্তনে আজ আর সেসব কিছুই নেই।
আজ শুধু আছে একরাশ মান-অভিমানের পালা,
মনের পাটাতনের নিচে জমাট বাঁধা কালো স্মৃতির
পরতে পরতে আছে উথাল-পাথাল ঢেউ। 
টেবিলের ওপর একলা পড়ে আছে ধুলো জমা কিছু চিঠি,
আর আছে রঙচটা মেঘের গল্প।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন