শুক্রবার, ১৫ জুন, ২০১৮

অনুভব

অকালে শ্রাবণ নেমে আসে
আমার চৈত্রমাসে,
হয় না আঁকা তোমার ছবি
ভিজে যাওয়া সবুজ ঘাসে।
আমি জানালা খুলে দেখি,
মুছে যায় প্রিয় রঙ সব।
রাত শেষে যার নাম দিয়েছি ভোর,
সে কী বোঝে, শেষ বিকেলের অনুভব!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন