শুক্রবার, ১৩ এপ্রিল, ২০১৮

শোনো

শোনো,
দুঃখবিলাসী এক হৃদয়ের গল্প শোনো
বদলে যাওয়ার সূত্র চোখে আঁকা,
অনুশোচনার মানে নেই কোনো!

শোনো,
শূন্য জলের গ্লাসের শব্দ,
রোষানলে কাঁপছে চিবুক
হাত ফসকে হারিয়ে যাওয়া, সন্ধ্যেরা আজ
ব্যথার অনলে পুড়ুক
উড়ে যাও তুমি
থাকবে না হৃদয়ের পিছুটান, জেনো!
বদলে যাওয়ার সূত্র চোখে আঁকা,
অনুশোচনার মানে নেই কোনো!

শোনো,
ভুল নিয়মের অংকে ভরা, আজ
জীবনের অধ্যায়।
আবছায়া রাত জেগে থাকে, ভাবনাগুলো
অচেনা বিষণ্ণতায়।
দূরে যাও তুমি
একদিন এভাবেই দেয়ালচিত্র হবে পুরোনো!
বদলে যাওয়ার সূত্র চোখে আঁকা,
অনুশোচনার মানে নেই কোনো!


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন