সোমবার, ১১ ডিসেম্বর, ২০১৭

আরেকটি ভোর সাজাই

অপেক্ষার প্রহরগুলো এক সময় দীর্ঘ থেকে দীর্ঘতম হয়ে ওঠে,
ফুরিয়ে আসে সময়ের পথটাও!
আমি তবু চিরচেনা জামরুলের ঘ্রাণ পেতে
এক নিমিষে ছুটে চলে যাই সেই ঠিকানায়
যেখানে কেটে গিয়েছিল স্মৃতিমাখা শেষের দিনগুলো
মাঝ পথে নেমে আসে ঝুম বৃষ্টি
ভিজে যাই আমি,
আর সঙ্গে ভেজে মনের কোণে জমে থাকা সবটুকু অভিমান
ঠিক তখনই বারবার ফিরে যেতে মন চায় তোমাতে
বলতে ইচ্ছে করে,
অনিরুদ্ধ
চলো আরেকটি ভোর সাজাই,
অভিমানবিহীন রৌদ্রজ্জ্বল একটি ভোর

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন