বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০১৫

আকাশ মাটি

আমার আকাশ আমার মাটি
সত্যি পাগল করা!
আকাশ-মাটি নিপুণ হাতে
সৃষ্টিকর্তার গড়া।


স্বপ্ন নিয়ে ঐ আকাশে
পূর্ণিমার চাঁদ ওঠে,
এই মাটিরই সবুজ গাছে
হাজারও ফুল ফোটে।


আকাশেতে মেঘ ভাসে আর

সূর্য কড়া নাড়ে,
সোনালি ফসল ফলায় কৃষাণ
কোমল মাটির ক্রোড়ে।
 

রিমঝিমিয়ে বৃষ্টি পড়ে
নীল সে আকাশ থেকে,
সূর্য সন্তান ঘুমিয়ে আছে
এই মাটিরই বুকে।


ডানা মেলে পাখিগুলো
আকাশ সীমায় মেশে,
মাটি হয়ে রবো আমি
এই বাংলাদেশে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন