মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০১৫

অভিমান ১


অভিমান কোরো না মৃন্ময়... 
তোমার জন্য স্বপ্নীল হৃদয়ের সপ্ত দুয়ার রেখেছি খুলে,
তুমি এসো, রোদ পালানো কোনো এক বিকেলে
স্বপ্নের বেলাভূমিতে দাঁড়িয়ে আমি তোমার অপেক্ষায়
একেকটি মহাকাল পা করে চলেছি, তুমি আসবে বলে। 
গোধূলীর বিকেলটাও রক্তিম সাজে সেজেছে,
কৃষ্ণচূড়া ডালেও বসন্তের ছোঁয়া। 
রংধনুটা আকাশের বুক থেকে উঁকি দিচ্ছে,
তোমায় দেখবে বলে
তুমি এসো, রোদ পালানো কোনো এক বিকেলে

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন