রবিবার, ২০ জুলাই, ২০১৪

মৃত্যুর ওপার থেকে বলছি

আমি....মৃত্যুর ওপার থেকে বলছি,
এখানে তীব্র অন্ধকার।
বাতাসে লাশের গন্ধ আর হাহাকার          
এতটুকু প্রাণ ভরে নিঃশ্বাস নেবার উপায় নেই!
তবুও দিনগুলো পার করছি তুমুল অনিচ্ছায়

এখানে এসে অনেক পরিচিত
আর প্রিয় মুখগুলোকেও দেখতে পেলাম!
যাদের অনেকদিন আগেই
হারিয়ে ফেলেছি ইহলোক থেকে।

মাঝে মাঝে সবাই মিলে গল্পের আসর জমাই
এটা সেটা গল্পে কেটে যায় অনেকটা সময়।
তবে ইহলোকের মতো গল্পের আসরে আর
চায়ের তেষ্টা পায় না,
প্রয়োজন পড়ে না আহার কিনবা নিদ্রারও।
কারন, চিরনিদ্রায় তো শায়িত আছে
সুসজ্জিত দেহটাই।
আত্মার আর নিদ্রার কী বা প্রয়োজন!

এখানে নেই কোনো ধনী-গরীবের ব্যবধান
নেই কোনো বড়লোকি চালচলন
এখানে জীবনটা খুবই সাদামাটা,
একেবারেই রঙহীন!

এখানে নেই কোনো হিংসা-বিদ্বে অথবা হানাহানি
নেই অর্থ উপার্জনের লক্ষ্যে দিন-রাত ব্যস্ততা
এখানে নেই কারো জন্যে অপেক্ষা!
নেই পাওয়া না পাওয়ার অভিযোগ।
এখানে অপেক্ষা শুধুই মুক্তির,
তীব্র অন্ধকার থেকে মুক্তির....।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন